পঞ্চম মেয়াদেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভূমিকা একইরকম থাকবে বলে মন্তব্য করেছেন বিবিসি’র রাশিয়া সম্পাদক স্টিভ রোজেনবার্গ।
তিনি বলেছেন, এই মেয়াদেও পুতিন আগের মেয়াদ থেকে আলাদা কোনো ভূমিকা পালন করবেন না। রাশিয়ায় তার মেয়াদকালীন একটি জাদুর কাঠির ঢেউয়ের সঙ্গেসঙ্গেই বাজপাখিটি হঠাৎ একটি ঘুঘুতে পরিণত হয় এমন কোন ‘আব্রাকাডাব্রা’ মুহূর্ত আশা করা যাবে না।
স্টিভ রোজেনবার্গ বলেছেন, চলতি মেয়াদে বরং পুতিন একইকমভাবে বর্তমান বিরোধের পথে বিদেশে এবং দেশে সমভাবে ক্র্যাকডাউন চালিয়ে যাবেন। রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেনে যুদ্ধের ধারাবাহিকতা, পশ্চিমের সঙ্গে দূরত্ব বজায় রাখবেন।
বিবিসি’র রাশিয়া সম্পাদক বলেছেন,পুতিন রাশিয়াকে একটি ক্রমবর্ধমান সামরিক সমাজে রূপান্তরিত করতে এগিয়ে চলেছেন।