পটুয়াখালীতে সন্ত্রাসী হামলায় শিক্ষক জখম

teacher attack pba

পিবিএ,পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় সন্ত্রাসী হামলায় মো.জাকির হোসেন (৩২) নামের এক শিক্ষক গুরুতর জখম হয়েছে। তাকে আশংকাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।

সোমবার দুপুরে পৌর শহরের সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের পিছনের সড়কে এ ঘটনাটি ঘটে। আহত ওই শিক্ষক খেপুপাড়া নেছার উদ্দিন ফাজিল মাদ্রাসার বি এস সি শিক্ষক বলে জানা গেছে।

আহত শিক্ষক মো.জাকির হোসেন জানান, সে ওই সড়ক দিয়ে বাজারে আসছিল। এসময় একটি মটোরসাইকেলে থাকা তিন যুবক হঠাৎ করে হামলা চালায়। এতে সে মারাত্মক ভাবে জখম হয়।
কলাপাড়া থানার ওসি মনিরুল ইসলাম পিবিএ’কে জানান, এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। আভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

পিবিএ/ইউএইচ/ হক

আরও পড়ুন...