পটুয়াখালীতে সুবিধা বঞ্চিত কিশোর কিশোরীদের কম্পিউটার প্রশিক্ষণ

পিবিএ,কলাপাড়া,পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় কিশোর কিশোরী ক্ষমতায়ন কর্মসূচীর আওতায় সুবিধা বঞ্চিত কিশোর-কিশোরীদের তিন মাস ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় সেন্টার ফর ম্যাস এডুকেশন ইন সায়েন্স(সিএমইএস) কলাপাড়া এর আয়োজনে নিডা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মসূচী শুরু হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকতর্ িতাছলিমা আখতারের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মোশারফ হোসেন, সিএমইএস’র কর্মকর্তা সাইফুর রহমান প্রমুখ। উপজেলা পাঁচটি ইউনিয়নের সুবিধা বঞ্চিত ১৫ জন কিশোর-কিশোরী প্রশিক্ষণ সুবিধা দেয়া হয়।

সিএমইএস’র কর্মকর্তা সাইফুর রহমান বলেন, তাঁদের লক্ষ্য ২০২০ সালের মধ্যে সুবিধা বঞ্চিত কিশোর-কিশোরীদেরকে নিরাপদ ও সুরক্ষিত পরিবেশের মাধ্যমে উচ্চ পর্যায়ের মৌলিক ও সামাজিক পরিসেবাগুলি দিয়ে ক্ষমতায়ন করা। ভবিষতে তারা সমাজ পরিবর্তনের এজেন্ট হিসেবে কাজ করতে পারে সেই লক্ষ্যে সিএমইএস কিশোর কিশোরীদের এ প্রশিক্ষণের ব্যবস্থা করেছে।

পিবিএ/ইউকে/হক

আরও পড়ুন...