পিবিএ,পত্নীতলা (নওগাঁ): নওগাঁর পত্নীতলায় যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ৮টায় দলীয় কার্যলয়ে জাতীয় পতাকা উত্তোল শেষে নজিপুর সরদারপাড়া মোড়ে অবস্থিত বঙ্গবন্ধু চত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও লিটন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহিদুজ্জামান সরকার, জেলা আওয়ামীলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুল হক, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) সানজিদা সুলতানা, পত্নীতলা থানার ওসি পরিমল চক্রবর্তী প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শিবনাথ চৌধুরী, সাংগঠনিক এস এম শাহিন চৌধুরী, জেলা পরিদষদ সদস্য ফাতিমা জিন্না ঝর্ণা, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাতিজাতুল কোবরা, পৌর আওয়ামীলীগের সভাপতি শহিদুল আলম বেন্টু, সাধারন সম্পাদক মিল্টন উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক শামসুল আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বিলাশ, সাধারন সম্পাদক তাসরিফ হোসেন সম্পদ, পৌর ছাত্রলীগের সভাপতি ফরহাদ হোসেন, সাধারন সম্পাদক আরাফাত হোসেন পারভেজ, ছাত্রলীগ নেতা কৌশিক দাশ, আরমান আলি নাহিদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
ছবি-ক্যাপশন: নওগাঁর পত্নীতলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকীর অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শহিদুজ্জামান সরকার এমপি।
পিবিএ/মো. আবু সাঈদ/এসডি