পত্নীতলায় ১১ জনের প্রতিদ্বন্দ্বিতা

potnitola-PBA

পিবিএ ডেস্ক: সিয়াম সাহারিয়া,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা উপজেলা পরিষদ নির্বাচনে এবার আওয়ামী লীগের মনোনীত প্রার্থীসহ ভোটের মাঠে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৮ মার্চ দ্বিতীয় ধাপে এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা প্রতিদিনই মিছিল, মিটিং, সভা-সমাবেশ করে চলেছে। এবার পত্নীতলা উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন ২ জন প্রার্থী। প্রার্থীরা হলেন-চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে আব্দুল গাফফার, ঘোড়া প্রতীকে কাজী মাহবুবুল আলম, কুলা প্রতীকে আব্দুর রউফ মান্নান, এবং আনারস প্রতীকে হুমায়ন কবির। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকে মিলটন উদ্দিন, টিউবয়েল প্রতীকে মো.আব্দুল আহাদ (রাহাদ),টিয়া পাখি প্রতীকে মো.সাফেল মাহমুদ,চশমা প্রতীকে গৌতম দে, উড়ো জাহাজ প্রতীকে হাকিম উরাঁও। মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীকে খাদিজাতুল কোবরা ও কলস প্রতীকে সাবিনা আক্তার ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন।

প্রতীক বরাদ্দের পর থেকে প্রার্থীরা ভোটারদের কাছে টানতে বাড়ি বাড়ি যাচ্ছেন। এলাকায় গণ সংযোগ চালাচ্ছেন। ভোটারদের নানান প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছেন।

উপজেলায় মোট ভোটার ১ লাখ ৭৭ হাজার ২০৫ জন । এরমধ্যে নারী ভোটার ৮৮ হাজার ৫০৫ জন ও পুরুষ ভোটার ৮৮ হাজার ৭০০ জন ।

সাধারন ভোটাররা বলছেন, যে প্রার্থী এলাকার উন্নয়নে ও সবসময় সাধারন মানুষের পাশে থাকবে, দূর্নীতি, মাদক নির্মূল করবে, নিজে দূর্নীতি মুক্ত থাকবে এমন যোগ্য প্রার্থীকে ভোট দিতে চান তারা।

পিবিএ/এফএস

আরও পড়ুন...