পিবিএ ডেস্ক: চলমান আন্দোলনের মুখে পড়ে পদত্যাগ করতে রাজি হয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আদিল আবদুল মাহদি।
বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ কথা জানান রাষ্ট্রপতি বারহাম সালিহ।
তিনি বলেন, প্রধানমন্ত্রী রাজনৈতিক দলগুলোকে তার বিকল্প বের করতে বলেছেন। প্রয়োজন হলে দেশটিতে আগাম নির্বাচন দেয়ার কথাও জানান বারহাম। নাগরিক সেবাসহ, বেকার সমস্যা নিরসনে দীর্ঘ দিন ধরেই আন্দোলন করে আসছে ইরাকের সাধারণ জণগন।
গেলো কয়েকদিন প্রধানমন্ত্রী মাহদির পদত্যাগ দাবি করে আন্দোলনকারীরা। দেশটিতে চলা এ আন্দোলনে এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন।
পিবিএ/ইকে