পদত্যাগ করছেন হোয়াইট হাউজের চিফ অব স্টাফ

পিবিএ, ডেস্ক– প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্কের অবনতির জেরে হোয়াইট হাউজের চিফ অব স্টাফ জন কেলি পদত্যাগ করছেন।

শনিবার ট্রাম্প স্বয়ং এ কথা জানিয়েছেন। প্রায় ১৭ মাস আগে মার্কিন প্রশাসনে যোগ দেন জন কেলি। কিছু দিন আগে পর্যন্ত ট্রাম্পের পছন্দের তালিকায় ওপরের দিকে নাম ছিল এই অবসরপ্রাপ্ত মেরিন কোর জেনারেলের। যে কারণে গত গ্রীষ্মে হোয়াইট হাউজের চিফ অব স্টাফ হিসেবে তার কার্যকালের মেয়াদ আরও দু’বছর বৃদ্ধির কথা বলেছিলেন ট্রাম্প। কিন্তু সম্প্রতি নানা ইস্যুতে খামখেয়ালি প্রেসিডেন্টের সঙ্গে কেলির সম্পর্কের অবনতি হতে শুরু করে।

এক কর্মসূচিতে ফিলাডেলফিয়ার যাওয়ার আগে তিনি বলেন, ‘এ বছরের শেষের মধ্যে জন কেলি ইস্তফা দেবেন।’ আগামী দু-একদিনের মধ্যে তাঁর নতুন চিফ অব স্টাফের নাম ঘোষণা করা হবে।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...