পদ পেতে আবারও আমরণ অনশনে ছাত্রদলের বিবাহিতরা

পিবিএ,ঢাকা: পূর্ণাঙ্গ কমিটিতে পদ পেতে দ্বিতীয় দিনের মতো আবারো আমরণ অনশন কর্মসূচি পালন করছেন ছাত্রদলের সদ্য বিদায়ী কমিটির বিবাহিত নেতাকর্মীরা। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় অনশনে বসেন তারা। দিনভর অনশন শেষে রাত সাড়ে ৯টার দিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালীর আশ্বাসে রাতে বিরতি নিয়ে বৃহস্পতিবার বেলা ১১ থেকে আবারো অনশনে বসেন তারা।

যদিও এই আশ্বাসের পর বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বিএনপির কোনো নেতা তাদের সঙ্গে সাক্ষাৎ করেননি বলে জানিয়েছেন সাবেক ছাত্রনেতারা। সাবেক এই নেতাদের দাবি, ছাত্রদলের কেন্দ্রীয় কাউন্সিলের আগে বলা হয়েছে বিবাহিত কেউ সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী হতে পারবেন না। সে নির্দেশ মেনে তারা কাউন্সিলে সহযোগিতা করে। কিন্তু এখন কেনো বলা হচ্ছে, বিবাহিতদের পূর্ণাঙ্গ কমিটিতেও রাখা হবে না।

সাবেক এ নেতারা বলেন, আমরন অনশনে থাকা প্রত্যাকের এসএসসি ২০০০ সালের পর। অনেকে ৪ থেকে ৬ বছরের জুনিয়র এবং বিভিন্ন সময়ে তারা মামলা-হামলার স্বীকার হয়েছেন। ছাত্র রাজনীতির সকল যোগ্যতা থাকা সত্ত্বেও কোনো রাজপথের ত্যাগী, নির্যাতিত ও পরীক্ষিত নেতাকর্মীদের ‘বিবাহিত’ অজুহাতে সংগঠনের আসন্ন পূর্ণাঙ্গ কমিটি থেকে বাদ দেওয়ার চক্রান্ত হচ্ছে।

ছাত্রদলের গত কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সহ-সম্পাদক মো.নিজাম উদ্দিন বলেন, গতকাল রাতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী এসেছিলেন। তিনি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে ফোনে কথা বলেছেন। ওনার আশ্বাসে আমরা আমরা অনশনে বিরতি দিয়েছিলাম। কিন্তু এখন পর্যন্ত তারা কেউ আমাদের সাথে যোগাযোগ করেনি। সকাল থেকে আবার আমরা আমাদের কর্মসূচি শুরু করেছি দাবি পূরণ না হলে আমরা এ কর্মসূচি চালিয়ে যাব।

পিবিএ/বাখ

আরও পড়ুন...