পন্য খালাশে নতুন নির্দেশনা জারি করায় আমদানি বানিজ্য বৃদ্ধি

পিবিএ, বেনাপোল: জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পুরনে বেনাপোল কাস্টম হাউস থেকে দ্রুত পন্য খালাশে নতুন নতুন নির্দেশনা জারি করায় আমদানি বানিজ্য বৃদ্ধি পেয়েছে। তবে রাজস্ব ঘাটতি পরিমান ১,৪১৫ কোটি টাকা।

কাস্টমস কমিশনার মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরীর জারি করা নির্দেশনায় বলা হয়েছে দিনের রাজস্ব দিনে আদায় করতে হবে। আর এই রাজস্ব আদায়ে কোন অফিসার যদি ব্যবসায়ীদের ইচ্ছাকৃত হয়রানির করেন তাহলে তাকে তাৎক্ষনিক সাসপেন্ড করার কথাও বলা হযেছে। ভারত ও বাংলাদেশ যৌথভাবে আমাদনি রফতানি বানিজ্য দ্রুত করতে তদারকি কাজ শুরু করেছে। উচ্চ শূল্কের পন্য দ্রুত পরীক্ষন ও এসেসমেন্ট কার্যক্রম দ্রুত করতে লোকবল বাড়ানো হয়েছে।

চলতি জুন মাস ব্যাপী প্রতিটি কাস্টমস অফিসারকে পর্যায়েক্রমে সকাল ৭ টা থেকে রাত ১২ পর্যন্ত কাজ করতে হবে। ভারত থেকে যে সব কর্মকর্তারা দিন ব্যাপী বেশী বেশী আমদানি ট্রাক বাংলাদেশে প্রবেশ করাতে পারবে তাদের জন্য রিওয়ার্ডের ব্যবস্থাও করা হয়েছে। ভারত থেকে আমদানি করা পণ্য দ্রুত স্ক্যানিং করে পলীক্ষন কাজ সম্পন্ন শেষে ট্রাক টু ট্রাক খালাশের অনুমতিও দেয়া হযেছে।

দ্রুত রাজস্ব আদায়ে জন্য এ ধরনের কার্যক্রম গ্রহন করায় গত দুদিনে বেনাপোল বন্দর দিয়ে বেড়েছে আমদানি বানিজ্য। রোববার আমদানি হয়ে ৪৮৭ ট্রাক মালামাল বন্দরে এসেছে। যার পরিমান পূর্বে ছিল ৩৮০ ট্রাক। রাজস্ব আদায়ের পরিমান ছিল ১২ কোটি টাকা। আজ সোমবার বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত ৪২০ ট্রাক মালামাল আমদানি হয়েছে যার বিপরীতে বিকেল ৫ টা পর্যন্ত ১০ কোটি টাকার রাজস আদায় হয়েছে। তবে রাজস্ব ফাকি রোধে ব্যাপক কড়া কড়ি আরোপ করায় রাজস্ব ঘাটতি দেখাি দয়েছে বলে ব্যবসায়ীরা জানান।

বেনাপোল কাস্টমস রাজস্ব আদয়ের লক্ষ্যমাত্রা ছিল ৫ হাজার ১৮৫ কোটি টাকা। আদায় হয়েছে ৩ হাজার ৭৭০ কোটি টাকা। ১ হাজার ৪১৫ কোটি টাকার রাজস্ব আয় কম হয়ছে। তবে বেনাপোলের পাশ্ববর্তী ভোমরা বন্দরে সব ধরনের পন্য আমদানির অনুমোতি দেয়ায় সুযোগ সন্ধানী ব্যবসায়ীরা ঔ বন্দরে চলে গেছে বলে বেনাপোলস্থ ব্যবসায়ী সংগঠন গুলো অবিযোগ করেছেন।

বেনাপোল সিএন্ড্ এফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, বেনাপোল কাস্টম হাউজ’র রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পুরনের জন্য কাস্টমস কর্তৃপক্ষ ব্যাপক আইনী পরিবর্তন এনেছে। বন্দর থেকে উচ্চ শুল্কের পন্য দ্রুত খালাশ করতে ব্যবসায়ীদের অহবান জানানো হয়েছে। সে লক্ষে ব্যবসায়ীরা কাজ করে যাচেছ।

বেনাপোল কাস্টম কমিশনার মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরী জানান, ভারত ও বাংলাদেশে জাতীয় ইলেকশন ও ঈদের লম্বা ছুটির কারনে বেনাপোলে রাজস্ব আদায় কম হয়েছে। তবে জুন মাসের মধ্যে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পুরন করতে সব ধরনের কার্যক্রম গ্রহন করা হযেছে। ভারতীয় কাস্টম কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সকাল আটটা থেকে রাত ১২ টা পর্যন্ত আমদানি বানিজ্য শুরু করা হয়েছে। দিনের রাজস্ব দিনে আদায়ের জন্য পণ্য দ্রুত খালাশের নির্দেশনা দেয়া হয়েছে।

পিবিএ/এনইউ/হক

আরও পড়ুন...