পবিপ্রবিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

পিবিএ,দুমকি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২০ পালিত হয়েছে। ১৭ মার্চ, মঙ্গলবার সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

৯-১৫ মি: স্বাধীনতা চত্ত্বরে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ ও প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী, ডীন কাউন্সিল, প্রভোষ্ট কাউন্সিল, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন আবাসিক হলসমূহের প্রোভষ্টবৃন্দ, বঙ্গবন্ধু পরিষদ, সেক্টর কমান্ডারস ফোরাম, শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, ছাত্রলীগ পবিপ্রবি শাখা, বিভিন্ন হল শাখার ছাত্রলীগ, বঙ্গবন্ধু সমন্বয় পরিষদ, বিভিন্ন হল প্রভোস্ট, কর্মচারী পরিষদ, আলোক তরী, উদীচী শিল্পী গোষ্ঠি, সিএসই ক্লাব, ডিবেটিং সোসাইটি, রোভার স্কাউট, বিএনসিসি, সৃজনী বিদ্যানিকেতনসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।

পিবিএ/সোহাগ হোসেন/বিএইচ

আরও পড়ুন...