ঢামেক,পিবিএ: পরকীয়ার ঘটনায় রাজধানীর কামরাঙ্গিচরের দিলু রোডে এক মাছ ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। ছুুরিকাঘাতে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয় । আহত অবস্থায় হেলালকে হাসপাতালে নিয়ে আসা মিন্টু মন্ডল পিবিএকে জানান, হেলালের বাড়ি পাবনা সদর উপজেলার অনন্তচরে । এলাকারই আরেক মাছ ব্যবসায়ী বন্ধু মিঠুর স্ত্রী সাবিনার (৪০) সাথে তার পরকীয়া প্রেমের সম্পর্ক হয় । তার জেরধরেই গতকাল মঙ্গলবার দুপুরে সাবিনাকে নিয়ে হেলাল ঢাকার কামরাঙ্গিরচরে সাবিনার ছোটবোন সিমা ও ভগ্নীপতি মিন্টু মন্ডলের বাসায় চলে আসে। পরে সেখান থেকে কিছুদূরেই আরেকটি বাসায় ভাড়া উঠে তারা দুজন।
মিন্টু মন্ডল আরো জানান, সাবিনা ১ ছেলে ও ১ মেয়ের জননী। মা’কে খোঁজতে সাবিনার ছোট ছেলে সানি (২০) পাবনা থেকে ঢাকায় আসে আজ( বুধবার)। পরে খবর পেয়ে দিলু রোডের মাহতাব গ্যাস পাম্পের পাশের ওই টিন সেড বাড়িতে যায় সানি। সেখানেই সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে হেলালের ২ হাতে, বাম পায়ে ও পিঠ সহ শরীরের বেশ কয়েক জায়গায় ছুরিকাঘাত করে।
পরে খবর পেয়ে সাবিনার ছোটবোন ও ভগ্নীপতি মিন্টুই হেলালকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মুত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ময়না তদন্তের জন্য লাশটি মর্গে রাখা হয়েছে।
পিবিএ/বা.খ