পরটা-বেগুনি ফোলাতে ক্ষতিকর অ্যামোনিয়া!

পিবিএ,হাটহাজারী: হাটহাজারী পৌরসভার বিভিন্ন হোটেলে পরটা-বেগুনি ফোলাতে ক্ষতিকর অ্যামোনিয়া, জিলাপি-পেঁয়াজু তৈরিতে বিষাক্ত কাপড়ের রং এবং পোড়া তেল দিয়ে ইফতার সামগ্রী তৈরির প্রমাণ পাওয়া গেছে।

আজ শনিবার হাটহাজারী পৌরসভায় উপজেলা প্রশাসনের ভেজালবিরোধী অভিযান এসব অপকর্ম ধরা পড়ে।

এ সময় ভেজালের দায়ে এক বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (১১ মে) দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্বে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন।

মো. রুহুল আমিন জানান, পৌরসভার চৌধুরী হোটেলে প্রবেশ করতেই হোটেল কর্মচারীরা দ্রুত কিছু জিনিস বাইরে ডাস্টবিনে ফেলে দেন। পরে ডাস্টবিন থেকে সেগুলো নিয়ে দেখি সেখানে ক্ষতিকর অ্যামোনিয়া, সোডা, কাপড়ের রঙ এবং পোড়া তেল রয়েছে।

তিনি বলেন, এসব নিয়ে কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করতেই তারা জানায় পরটা-বেগুনি ফোলাতে ক্ষতিকর অ্যামোনিয়া, জিলাপি-পেঁয়াজু তৈরিতে কাপড়ের রং এবং পোড়া তেল দিয়ে ইফতার সামগ্রী তৈরি করা হয়। ইফতার সামগ্রীকে আকর্ষণীয় করতেই তারা এ কাজ করেন। এ জন্য দোকান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...