পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

পিবিএ,ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী, বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (৯ মে) সকালে রাজধানীর মোহাম্মদপুরস্থ বাংলাদেশ মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা ও দোয়া মাহফিল
আলোচনা সভা ও দোয়া মাহফিল

বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি বীরমুক্তিযোদ্ধা ও কবি একেএম করম আলীর সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নাট্যাভিনেত্রী পারুল আক্তার লোপার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিনহাজুর রহমান।

এ সময় আরো বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা গোলাম কুদ্দুস খান, প্রশান্ত কুন্ডু, পন্ডিত কার্ত্তিক কর্মকার, সুব্রত কুমার নাগ, মোহাম্মদ হারুন অর রশীদ, মো. ইসতিয়াক উদ্দিন চৌধুরী, মমতাজ মহল ও লিলি আহসান প্রমুখ।

পিবিএ/আইইউএস/আরআই

আরও পড়ুন...