পরিচালক সমিতির বনভোজনে মঞ্চ মাতাবেন অভি ও আরশি

পিবিএ,ঢাকা: বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির বার্ষিক বনভোজন ২০১৯ ই১ ৮ মার্চ (শুক্রবার) ঢাকার অদূরে তুরাগ রিক্রিয়েশন ওয়ার্ল্ড, বিরুলিয়াতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

 

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির বনভোজনে প্রতিবারের মত এবারও থাকছে সাংস্কৃতিক পর্ব।আর এই সাংস্কৃতিক পর্বে থাকবে নাচ, গান, কৌতুক,অভিনয় অংশগ্রহন করবেন চলচ্চিত্রের নায়ক-নায়িকারা ।

এফডিসিতে মান্না ডিজিটাল কমপ্রেক্স ভবনে চলছে নাচের মহড়া।

সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই মহড়া।

এতে অংশগ্রহণ নিয়েছেন ঢাকাইয়া চলচ্চিত্রের রোমান্টিক চিত্রনায়ক অনিক রহমান অভি ও চিত্রনায়িকা আরশি হোসাইন। এবারের বনভোজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে আরো যারা পারফর্মেন্স করবেন চিত্রনায়িকা পপি,আচঁল,সান্জুজন, অধরা-আসিফ নূর, নাসরিন -শ্রাবন ও চিত্রপরিচালক বুলবুল বিশ্বাস,মৌমিতা মৌ প্রমুখ।

পিবিএ/জেআই

আরও পড়ুন...