পরীমনির কস্টিউম ডিজাইনার জিমি তিনদিনের রিমান্ডে

রাজধানীর বনানী থানায় মাদক আইনের মামলায় ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনির অন্যতম সহযোগী ও কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার ঢাকা মহানগর হাকিম মো. মাসুদুর রহমান আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিন আসামি জিমিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের রিমান্ড নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার গুলশানের একটি শুটিং স্পট থেকে জিমিকে আটক করে ডিবি। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেয়া হয়। এরপর শনিবার সকালে জিমির বিরুদ্ধে বানানী থানায় মামলাটি করে ডিবি।

উল্লেখ্য, চলতি বছরের জুন মাসে ঢাকা বোট ক্লাবে পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনার সময় সফর সঙ্গী ছিলেন জিমি। ওই সময়ে পরীমনির বনানীর বাসায় সংবাদ সম্মেলনের সময়ও জিমিকে উপস্থিত থাকতে দেখা যায়।

আরও পড়ুন...