পরীর স্বপ্ন পূরণ হলো

মারুফ সরকার,বিনোদন: ছোটবেলায় মাথার বেণি খুলে আয়নার সামনে দাঁড়িয়ে আপন মনে প্রায়ই মডেলিং করতেন পরী! স্বপ্ন দেখতেন, বড় হয়ে টিভিতে দেখা তেলের একটি বিজ্ঞাপনের মডেল হওয়ার। এমনটাই জানালেন স্মৃতিকাতর পরী। ছোটবেলার সেই বিজ্ঞাপনচিত্রটি এবার সত্যি সত্যি তার কাছে ধরা দিল। নিজ বাসায় সম্প্রতি তিনি চুক্তিবদ্ধ হলেন হাঁস মার্কা গন্ধরাজ তেলের শুভেচ্ছাদূত হিসেবে।

পরীমনি বলেন, ‘শুধু আমি নই। আমার তো মনে হয় বাংলার সব নারীর মনেই বেঁচে আছে একটি চিরচেনা সাদা রাজহাঁস! মানে হাঁস মার্কা গন্ধরাজ তেলের কথা বলছি। এখনও টিভি বা রেডিওতে এই নামটি কানে এলে ঘুরে তাকাই। স্মৃতিকাতর হই।’

এই তেলের শুভেচ্ছাদূত হিসেবে পরীমনি অংশ নেবেন বেশক’টি বিজ্ঞাপনচিত্রে।

এদিকে সম্প্রক্তি মুক্তি পায় পরী অভিনীত ছবি ‘স্ফুলিঙ্গ’। তৌকীর আহমেদ পরিচালিত ছবিটিতে অন্য এক পরীকে দেখা গেছে। সর্বশেষ এ নায়িকা শুটিং করেছেন ‘মুখোশ’ নামে সরকারি অনুদান পাওয়া একটি ছবির। চলমান বইমেলায় ছবিটির শুটিংয়ে অংশ নিয়েছিলেন তিনি।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...