পর্ণোগ্রাফিতে অভিনয়ের জন্য শীর্ষ পাঁচ জন অভিনেত্রী

পিবিএ ডেস্ক: পর্ণোগ্রাফি বিশ্বের সবচেয়ে বেশী দেখা হয়। এ পর্ণোগ্রাফিতে অভিনয়ের জন্য অভিনেতারাও বড় ধরনের পারিশ্রমিক পেয়ে থাকেন। পারিশ্রমিকের সাথে তাদের জীবনও বিভিন্ন খাতে প্রবাহিত হয়। পর্ণোগ্রাফিতে অভিনয়ের জন্য শীর্ষ পাচ জন অভিনেত্রী।

মিয়া খলিফা (৭৩.১২ জিপিএম)- ২০১৪ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত পর্নোগ্রাফিক অভিনেত্রী হিসাবে পরিচিত। বৈরুতে জন্ম নেওয়া মিয়া খলিফা ২০০০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থানান্তরিত হন। ২০১৪ সালের অক্টোবরে পর্ণোগ্রাফি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন এবং পর্ণহাব ওয়েবসাইটের তালিকায় ডিসেম্বরে ১ নম্বরে অবস্থান করেন। পর্ন তারকা হিসাবে তার খ্যাতি আজ সারা বিশ্বে। লেবানিজ মার্কিন পর্ণোগ্রাফিক অভিনেত্রী। পর্ন সিনেমা করায় তার দেশে লেবানন থেকে তাকে খুনের হুমকি এসেছিল। মিষ্টি গায়ের রঙ আর কিশোরী সুলভ মুখশ্রী যে কোন পুরুষকেই কুপোকাত করবে। সারা দুনিয়ায় এখন তিনিই সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় পর্ন তারকা।

প্রিয়া রাই (১১.৯৬ জিপিএম)- ভাল নাম প্রিয়া অঞ্জলি রাই। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন পর্নস্টার। নীল ছবির দুনিয়ার বেশ নাম করেছেন। দিল্লির মেয়ে হলিউডের নীল ছবি করে বেশ কিছু পুরস্কার জিতেছেন। বলিউডেও সিনেমা করার কথা তার। অনেকেই বলছেন, সানি লিওনকে চ্যালেঞ্জ ছুঁড়তে চলেছেন তিনি। বলিউডের আইসিস নামে ভয়ের ছবিতে তাকে দেখা যাবে। যার নাম ভূমিকায় অভিনয় করবেন তিনি। বর্তমানে টপ ১০০ হটেস্ট পর্নস্টার” এর তালিকায় লাইফস্টাইল পত্রিকা কমপ্লেক্স তাকে ১৯ নম্বর স্থানে রেখেছে এবং ৩২ নম্বরে রেখেছে তাদের “সর্বকালের টপ ৫০ জন সুন্দরী পর্নস্টার” এর তালিকায়। প্রিয়া রাই ভারতের নিউ দিল্লিতে জন্ম গ্রহণ করেন। ২ বছর বয়সে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান। মার্কিন বাবা মায়ের দত্তক নেওয়ার কারনে তিনি চলে যান। ২০১৩ সালের জুন মাসে, রাই ঘোষণা করেছিলেন যে তিনি এমন একজন ব্যবসায়ীর সাথে আংটি বদল করেছেন যিনি প্রাপ্তবয়স্ক শিল্পের বাইরে কাজ করেন।তিনি বলেন যে হিন্দুরা তার পেশার সহিষ্ণু কিন্তু মুসলিমদের থেকে তিনি নেতিবাচক ফলাফল পান।

জুলিয়া আন (৯.৭৮ জিপিএম)- ৪৬ বছরের এই মার্কিনী পর্নস্টার বেশি বয়সে ইন্ড্রাস্টিতে এসে মাতিয়ে দিচ্ছেন। অনেকের বেশ পছন্দের এই পর্নস্টার।

ব্র্যান্ডি লাভ (৫.৩৫ জিপিএম)- ১৯৭৩ সালে জন্মানো এই মার্কিনী পর্ন তারকা পারিশ্রমিকের বিচারে একেবারে উপরের সারিতে আছেন। দর্শকশ্রোতার কাছে বেশ জনপ্রিয় ব্র্যান্ডি লাভ। স্টক ব্যবসায়ী জেসি লেরিস্টোনের নাতনি ব্র্যান্ডি বড় হন আমেরিকার মিসিগানে। মাত্র তিন বছর বয়সেই তিনি নাচে বেশ পারদর্শী হয়ে ওঠেন। তিনি স্কেটিং করা শুরু করেন মাত্র চার বছর বয়সেই। ২০০৪ সালে ওয়েবসাইটে নিজের ছবি পোস্ট করার মাধ্যমে পর্নো জগতে তার পদার্পণ। ২০১৫ সালের ইন্টারনেটে খোঁজের তালিকায় তিনি ৬ নম্বরে উঠে এসেছেন। ২০০৬ সালে তাঁর দ্য টায়রা ব্যাঙ্কস শোতে আত্মপ্রকাশের সময়, লভ তাঁর স্বামীর সাথে আমন্ত্রিত ছিলেন এবং তাঁর সাথে ছিলেন হিউ হেফনার মুক্ত বিবাহ বিষয়ের ওপরে তর্ক-বিতর্কের এক অনুষ্ঠানে। বিষয়ের নাম ছিল “একবিবাহ কি স্বাভাবিক?

আভা অ্যাডমস (৪.৩৯ জিপিএম)- ফ্রান্সের ৩৪ বছরের এই পর্ণ তারকার ভক্ত দুনিয়া জুড়ে। বেশ জনপ্রিয়তা পেয়েছেন এই তারকা।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...