পিবিএ ডেস্ক: পর্তুগালে বাস খাদে পড়ে ২৮ জন নিহত হয়েছেন। যার মধ্যে ১৭জনই নারী রয়েছেন। ঘটনাটি ঘটেছে পর্তুগালের মাদেইরা দ্বীপের ক্যানিকো শহরে। এটি ছিল জার্মানির পর্যটকবাহী বাস।
জানা গেছে, বুধবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে।
ক্যানিকো শহরের মেয়র ফিলিপে সোওসা জানান, বাসটিতে মোট ৫৫ জন যাত্রী ছিলেন। নিহতরা সবাই জার্মানির নাগরিক।
এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী অ্যান্তনিও কস্তা শোক জানিয়ে জার্মানির চ্যাঞ্জেলর অ্যাঙ্গেলা মার্কেলকে বার্তা পাঠিয়েছেন।
এর আগে ২০০৫ সালে মাদেইরাতে সড়ক দুর্ঘটনায় ৫ ইতালীয় পর্যটক নিহত হয়েছিলেন।
পিবিএ/এএইচ