পর্যটন করপোরেশন পরিচালিত রেস্টুরেন্ট থেকে মাদকসহ গ্রেপ্তার ৭০

মাদক
ফাইল ছবি

পিবিএ,নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি রেস্তরাঁয় গোপন তথ্যের ভিত্তিতে জেলার পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) সুবাস চন্দ্র সাহার নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং ফতুল্লা মডেল থানা-পুলিশ সদর উপজেলার পাগলায় অবস্থিত মেরী এন্ডারসনে অভিযান চালিয়ে মাদক বিক্রেতা, মাদকসেবী ও মাদক ক্রেতা মিলিয়ে মোট ৭০ জনকে গ্রেপ্তার করে।

জেলা পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাত সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত অভিযানে পাগলা এলাকায় বাংলাদেশ পর্যটন কর্পোরেশন পরিচালিত ভাসমান জাহাজের রেস্টুরেন্ট ও বার মেরি অ্যান্ডারসন থেকে তাদের আটক করা হয়।

রাত ১২টায় নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) সুবাস চন্দ্র সাহার নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা ও ফতুল্লা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে মেরি অ্যান্ডারসন থেকে মাদক বিক্রেতা, মাদকসেবী ও মাদক ক্রেতাসহ ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে ৮১ কার্টন বিদেশি বিয়ার ও ৪ কার্টন বিদেশি মদ উদ্ধার করা হয়।

বুড়িগঙ্গা নদীর পাগলায় অবস্থিত ‘মেরী এন্ডারসন রেস্টুরেন্ট অ্যান্ড বার’ বাংলাদেশ পর্যটন করপোরেশন কর্তৃক পরিচালিত একটি ভাসমান রেস্তোরাঁ ও বার।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...