‘পলাতক অপরাধীকে দিয়ে দল পরিচালনা করায় নির্বাচনে হেরেছে’

পিবিএ,ঢাকা: বিএনপি থেকে নির্বাচিত সাংসদদের জাতীয় সংসদে যোগদানের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন গণতন্ত্রের স্বার্থে এবং গঠনমূলক রাজনীতিতে নিজেদের ফিরে আসার সুযোগ কাজে লাগাতে সংসদে যোগ দেয়া উচিত।

তিনি এ আহ্বান জানান শনিবার ১২ জানুয়ারী রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যৌথ সভায় উদ্বোধনী ভাষণে ।
সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘নির্বাচনে পরাজয় স্বীকার করে গণতন্ত্রের স্বার্থে বিএনপির সংসদে যোগ দেয়া উচিত।’

নির্বাচনের বিএনপির পরাজয়ের কারণ হিসেবে শেখ হাসিনা বলেন, ‘তাদের (বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট) পরাজয় স্বীকার করতে হবে। কারণ তারা যোগ্য নেতা নির্বাচন করতে ব্যর্থ হয়েছে এবং হত্যার রাজনীতি করার জন্য জনগণের সমর্থন হারিয়েছে। বিএনপি একজন পলাতক অপরাধীকে দিয়ে দল পরিচালনা করায় নির্বাচনে হেরেছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘একটি রাজনৈতিক দল পলাতক আসামিকে দিয়ে রাজনীতি করতে গেলে সেখানে কী রেজাল্ট হয়, সেটাই তারা (বিএনপি) পেয়েছে। তা-ও হতো না, যদি তারা নির্বাচনে যে প্রার্থী দিয়েছে, সেই প্রার্থী নিয়ে মনোনয়ন-বাণিজ্যটা না করত। তাহলে আরও ভালো ফল তারা করতে পারত। এ থেকে তো মানুষ জানতে পেরেছে, এদের চরিত্রটা কী?’ তিনি বলেন, ‘আমরা প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করে এসেছি, আমরা অগ্নিপরীক্ষা দিয়ে এসেছি। জনগণের বিশ্বাস, আস্থাটা যে কারণে আমাদের ওপরে এসেছে। আমরা রাষ্ট্র পরিচালনা করি জনগণের কল্যাণে, জনগণের স্বার্থে।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আমরা এইটুকু বলতে পারি যে আমরা যখন সরকারে এসেছি, আমরা দেশের জন্য কাজ করেছি। জনগণের জন্য কাজ করেছি। আমরা কিন্তু কাউকে কোনো হয়রানি করতে যাইনি।’ তিনি বলেন, ‘জনগণ আজকে উপলব্ধি করতে পারে এবং আমরা উন্নয়নের যে পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছি, সব সময় লক্ষ্য করি গ্রামের মানুষ, তৃণমূলের মানুষের ভাগ্য পরিবর্তন করতে। তারা একটু সুন্দর জীবন পাবে, তারা একটু উন্নত জীবন পাবে। প্রতিটি ক্ষেত্রে তাদের জীবনমান উন্নত হয়, সেদিকে লক্ষ্য রেখেই আমরা প্রতিটি কর্মসূচি নিয়েছি।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, এইচ টি ইমাম, সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরউল্লাহ, মতিয়া চৌধুরী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...