পিবিএ,গাইবান্ধা: গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় মানুষিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষনের অভিযোগে ধর্ষক বাবলু (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত বাবলু পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউপির সাকোয়া গ্রামের মাঝিপাড়া এলাকার মোজাম্মেল হক মোজা মিয়ার ছেলে। অভিযোগে প্রকাশ ১৬ জুলাই বাড়ীতে কেউ না থাকার সুযোগে লম্পট বাবলু মিয়া সকাল ৯টার দিকে প্রতিবন্ধী ওই নারীকে ডেকে তার বাসায় নিয়ে যায়।পরে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পুর্বক ধর্ষন করে। বিষয়টি এলাকায় জানাজানি হলে ধর্ষিতার বাবা দরিদ্র মন্টু মিয়া বাদী হয়ে ধর্ষক বাবলু মিয়াকে আসামী করে পলাশবাড়ী থানায় একটি ধর্ষণ মামলা (নং-১৫, তাং-২০/০৭/২০) দায়ের করেন।
এদিকে গোপন সূত্রে খবর পেয়ে থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ সোমবার রাত ৮টার দিকে উপজেলার মাঠেরহাটে অভিযান চালিয়ে ধর্ষক বাবলু মিয়াকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার গ্রেফতারকৃত বাবলুকে গাইবান্ধা কোর্ট হাজতে প্রেরণ করা হবে বলে থানা সুত্রে জানাযায়।
পিবিএ/আশরাফুল ইসলাম/এসডি