কারিমুল হাসান,ধুনট,বগুড়া: গত ২০০৬ সালে ২৮ অক্টোবর পল্টন ট্রাজিডির ঘটনায় সারা দেশের ন্যায় বগুড়ার ধুনটেও দিবসটি উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) বিকেলে ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নায়েবে আমীর রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচকের বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ধুনট উপজেলা শাখার আমীর অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম।
ধুনট উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওনালা আব্দুল করিমের সঞ্চালনায় সভায় জেলা কর্মপরিষদ সদস্য ও ধুনট উপজেলার সাবেক আমির রেজাউল করিম, উপজেলা নায়েবে আমীর চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, বগুড়া জেলা শ্রমীক কল্যানের সেক্রেটারী আতাউর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য মাহমুদ আলম লেবু, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সজীব, নিমগাছী ইউনিয়ন সেক্রেটারী হয়রত আলী, কালেরপাড়া ইউনিয়ন নায়েবে আমির খলিলুর রহমান, গোপালনগর ইউনিয়ন আমীর সাইফুল ইসলাম, গোসাইবাড়ী ইউনিয়ন আমীর মাওলানা আলি আকবর, মথুরাপুর ইউনিয়নের আমীর নজরুল ইসলাম ও পৌর বায়তুলমাল সেক্রেটারী মাওলানা শহিদুল আলম বক্তব্য দেন।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে।