রাজধানীর মিরপুরের পল্লবী এলাকা থেকে মাহফুজা মোতালেব নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামীকে গ্রেফতার করা হয়েছে। তাদের তিন মাস আগে বিয়ে হয়েছিল।
গতকাল রোববার সন্ধ্যায় মাহফুজার মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
সোমবার (৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান।
তিনি বলেন, মাহফুজাকে হত্যা করা হয়েছে কিনা এটা এখনো স্পষ্ট না। তবে তার আত্মহত্যার কিছু চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় তার স্বামীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। গতকাল পরিবার বাদী হয়ে একটি মামলা করেছে।
তিনি আরও বলেন, নিহতের মায়ের এফডিআর এর টাকা নিয়ে তার স্বামীর সঙ্গে ঝামেলার বিষয়টির সত্যতা পাওয়া যায়নি।
নিহতের পরিবারের দাবি, তিন মাস আগে আমিনুলের সঙ্গে বিয়ে হয় মাহফুজার। যৌতুকের জন্য স্বামী আমিনুল প্রায় প্রতিদিনই নির্যাতন করতেন মাহফুজাকে। সবশেষ তার মায়ের এফডিয়ারের ৭ লাখ টাকার জন্য চাপ দিতে থাকেন আমিনুল।
স্বামী আমিনুলের দাবি, মাহফুজা আত্মহত্যা করেছেন। তবে মানতে নারাজ ওই নারীর পরিবার। পরে অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।
ভুক্তভুগীর পরিবারকে ফোন দিয়ে স্বামী আমিনুল জানান, মাহফুজা অসুস্থ। এরপর তারা গিয়ে দেখতে পান মাহফুজার মরদেহ। গলায় ফাঁসির দাগ। তাদের বলা হয় আত্মহত্যা করেছেন মাহফুজা। তবে এই কথা মানতে নারাজ মাহফুজার পরিবার। তারা বলছেন, আত্মহত্যা করার মতো মেয়ে সে নয়।