পল্লবীতে ছিনতাইয়ের ঘটনায় ৩ ছিনতাইকারী গ্রেফতার

রাজধানীর পল্লবীতে মোবাইল ছিনতাইয়ের ঘটনায় রুজুকৃত মামলায় তিন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- মো. নাঈম ওরফে ওমর (২১), মো. রাব্বি (২১) ও মো. রাসেল (১৯)।

বুধবার (২২ জানুয়ারি) রাতে পল্লবী থানার পূরবী সিনেমা হলের সামনে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

পল্লবী থানা সূত্রে জানা যায়, গত ১৪ জানুয়ারি সন্ধ্যায় পল্লবী থানার পূরবী সিনেমা হলের বিপরীত পাশে ইসলামী ব্যাংকের সামনে থেকে জনৈক একরামুল ইসলামের ব্যবহৃত একটি মোবাইল ফোন ছিনতাই করার সময় রমজান আলীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা ২/৩ জন কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় ১৫ জানুয়ারি ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে পল্লবী থানায় একটি ছিনতাইয়ের মামলা রুজু করা হয়েছিলো। মামলাটি তদন্তকালে গ্রেফতারকৃত রমজান আলীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় উক্ত তিনজনকে গতকাল গ্রেফতার করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা পল্লবী থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের ঘটনায় জড়িত। তারা পল্লবী থানায় রুজুকৃত উক্ত ছিনতাইয়ের মামলার ঘটনায় জড়িত ছিলো মর্মে প্রাথমিকভাবে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরও পড়ুন...

preload imagepreload image