পল্লবীতে দস্যুতার চেষ্টাকালে গ্রেফতার ৩

রাজধানীর পল্লবীতে দস্যুতার চেষ্টাকালে তিনজনকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামিরা হলেন, মো. সাঈম (১৯), ইসহাক হোসেন তাসিন (২০) ও মহিবুল্লাহ ইসলাম সিজান (১৯)।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার দুপুর অনুমান ২টা ২০ মিনিটের দিকে পল্লবী থানাধীন পেন্টা এক্সেসরিস নামক অফিসের সামনে পাকা রাস্তার উপর অবস্থান করে কোন একটি ধর্তব্য অপরাধ করার নিমিত্তে শলাপরামর্শ করার সময় হাতে নাতে গ্রেফতার করা হয়। এসময় আসামীদের দখল হইতে একটি স্টেইনলেস স্টিলের স্যুইচ গিয়ার চাকু, যাহা বন্ধ অবস্থায় ৫.৫ (পাঁচ দশমিক পাঁচ) ইঞ্চি এবং খোলা অবস্থায় ১০ ইঞ্চি এবং আসামীদের ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ১টি রেজিঃ বিহীন ব্লু রংয়ের ব্যাটারী চালিত অটোরিক্সা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীদেরকে বিধি মোতাবেক আদালতে সোর্পদ করা হবে।

আরও পড়ুন...