পল্লবী থেকে ছিনতাই হওয়া মাইক্রোবাস উদ্ধার, গ্রেফতার ২

রাজধানীর পল্লবী এলাকা থেকে ছিনতাই হওয়া মাইক্রোবাস ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধারসহ ঘটনায় জড়িত দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপির শাহ আলী থানা পুলিশ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মামলা হওয়ার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত মাইক্রোবাস উদ্ধারসহ ছিনতাইকারীদের ধরতে সক্ষম হয়। দুই ছিনতাইকারী হলেন, নাহিদ হাসান রুমান (২৭) ও মো. শিলন ওরফে মিলন (২৬)।

বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটের পল্লবী থানার ১২ নাম্বার বালুর মাঠ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলেও জানান তিনি।

শাহ আলী থানা সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর বাদী মিজানুর রহমানের ছেলে সাজ্জাদ হোসেন রবিন (১৭) ঢাকা কমার্স কলেজ হতে কোচিং শেষ করে মাইক্রোবাসে করে বাসায় ফিরছিলেন।

রাত আনুমানিক ৮টার দিকে শাহআলী বাগদাদ সুপার মার্কেটের সামনে এলে মোটরসাইকেল যোগে নাহিদ হাসান ও শিলনসহ অজ্ঞাতনামা আরও দুইজন দুষ্কৃতকারী গাড়ির সামনে এসে গাড়ির গতিরোধ করেন। তারা বাদীর ছেলে ও চালক মো. আব্দুল মতিনকে (৩৬) গাড়ি থেকে নামিয়ে মারধর করে এবং গাড়িটির লুকিং গ্লাস ও গাড়ির সামনের গ্লাস ভাঙচুর করেন।

পরে তারা মাইক্রোবাসটি ছিনতাই করে নিয়ে যান। এ ঘটনায় মিজানুর রহমান বাদী হয়ে আজ শাহআলী থানায় একটি মামলা রুজু করেন।

থানা সূত্র জানায়, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আজ পল্লবী থানার ১২ নাম্বার বালুর মাঠ এলাকা থেকে ঘটনায় জড়িত নাহিদ হাসান ও মো. শিলন ওরফে মিলনকে গ্রেফতারের পাশাপাশি মাইক্রোবাসটি উদ্ধার করা হয়।

মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনায় জড়িত পলাতক ছিনতাইকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন...