পশ্চিমবঙ্গকে মমতা ব্যক্তিগত সম্পত্তি ভাবেন : মোদি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে নিজের ‘জায়গির’ (ব্যক্তিগত সম্পত্তি) ভেবে নিয়েছেন বলে অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি ও মমতা বন্দ্যোপাধ্যায় ।ছবি:ফাইল

পিবিএ,ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে নিজের ‘জায়গির’ (ব্যক্তিগত সম্পত্তি) ভেবে নিয়েছেন বলে অভিযোগ তুলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার রাজ্যে শেষ দফার নির্বাচনী প্রচারে এসে মথুরাপুরে এক নির্বাচনী জনসভায় এমন দাবি করেন তিনি।

মমতাকে কটাক্ষ করে মোদি বলেন, ‘দিদি আপনি পশ্চিমবঙ্গকে নিজের আর নিজের ভাইপোর জায়গির ভেবে নিয়েছেন। কিন্তু দিদি এটা মনে রাখবেন, পশ্চিমবঙ্গ আপনার ব্যক্তিগত সম্পত্তি নয়। আপনি বড় অহংকারী, আপনার অহংকারের উত্তর দেবে বাংলার মানুষ।’

বৃহস্পতিবার ১৭মে, মথুরাপুর এবং দমদম দুই সভাতেই মমতাকে তীব্র আক্রমণ করেন মোদী। মথুরাপুরে তিনি বলেন, ‘তৃণমূলের গুন্ডারা এখানে হিংসার পরিবেশ তৈরি করে রেখেছে। ফলে গণতন্ত্রের বদনাম হচ্ছে।’

নরেন্দ্র মোদি নির্বাচনী জনসভায় অরো বলেন, ‘দিদি, ভোটে জয়-পরাজয় আসে যায়। এটাই গণতন্ত্রের লক্ষণ। বাংলার জনতা এক সময় আপনাকে এত শক্তি দিয়েছিল। আজ সেই বাংলার জনতাই আপনাকে হটাতে চাইছে। একেবারে খোলাখুলি বলছি । দিদি, বাংলার সত্যকে এবার স্বীকার করুন।’

পিবিএ/এইচটি

আরও পড়ুন...