পশ্চিমবঙ্গের ৩৮’টি আসনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু

পিবিএ ডেস্ক: আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেসের সাথে সমঝোতায় পৌঁছার আগেই পশ্চিমবঙ্গ রাজ্যের ৩৮’টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বামফ্রন্ট। মঙ্গলবার সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্ট জোট তাদের প্রার্থীদের নাম ঘোষণা করে।

যদিও, তার সঙ্গে তাঁরা এই কথাও জানিয়ে দেয় যে, প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার আগে পর্যন্ত তারা কংগ্রেসের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করবে।

বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, “আমরা বুধবার সন্ধেবেলা পর্যন্ত অপেক্ষা করব কংগ্রেসের প্রতিক্রিয়ার জন্য”।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিমান বসু বলেন, “আমরা ৩৮ জন প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছি। কিন্তু, যে চারটি লোকসভা কেন্দ্রের ২০১৪ সালে জয়লাভ করেছিল কংগ্রেস, সেই কেন্দ্রগুলিতে আমরা এখনও প্রার্থীদের নাম ঘোষণা করিনি। আমরা আপাতত অপেক্ষা করছি কংগ্রেসের প্রতিক্রিয়ার জন্য”।

“আশা করব সুবুদ্ধির জয় হবে। এবং, কংগ্রেস এই কথাটি বুঝতে পারবে যে, এই রাজ্যে বিজেপি-বিরোধী ও তৃণমূল-বিরোধী ভোটগুলিকে একজোট করার কী প্রবল প্রয়োজন। দেখা যাক এখন ওনারা কী বলে”, জানান বিমান বসু।

গত সপ্তাহেই রাজ্যের ৪২’টি লোকসভা কেন্দ্রের মধ্যে ২৫’টি লোকসভা কেন্দ্রতে নিজেদের প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়ে বাকি ১৭’টি লোকসভা কেন্দ্র কংগ্রেসের জন্য ছেড়ে রেখেছিল বামফ্রন্ট। এই ব্যাপারটিকে ভালো নজরে দেখেনি প্রদেশ কংগ্রেস। তাদের মনে হয়েছে, বামফ্রন্টের এই সিদ্ধান্ত তাদের অপমানিত করেছে।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...