পিবিএ ডেস্ক: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি বলেন পশ্চিমারা ইরাক এবং লেবাননে উত্তেজনা উস্কে দিচ্ছে ।
বুধবার( ৩০ অক্টোবর) দেশটির বিমান বাহিনীর একটি ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্য এ মন্তব্য করেন তিনি।
খামেনি দাবি করেন, যুক্তরাষ্ট্র এবং বেশ কয়েকটি পশ্চিমা রাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো মধ্যপ্রাচ্যে অশান্তি সৃষ্টিতে তৎপর। সব ষড়যন্ত্র থেকে সতর্ক থাকতেও সবার প্রতি আহ্বান জানান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা।
এসময় তিনি আইনি কাঠামোর প্রতি সম্মান রেখে ন্যায্য দাবি আদায়ের জন্য ইরাক এবং লেবাননের সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান। শান্তি নয়, আগ্রাসন কায়েম করাই পশ্চিমা সামরিক বাহিনীর প্রধান লক্ষ্য বলে অভিযোগ করেন তিনি
পিবিএ/ইকে