পিবিএ ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতির কাছ থেকে বৃহস্পতিবার ইসরাইলের এক সেনার লাশ উদ্ধার করা হয়েছে। লাশের শরীরে ছুরিকাঘাতের অনেক চিহ্ন রয়েছে। দেশটির সামরিক বাহিনী একথা জানায়। খবর এএফপি’র।
এ ঘটনার ব্যাপারে বিস্তারিত উল্লেখ না করে ইসরাইলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘আজ বৃহস্পতিবার সকালে হেরনের উত্তরে এক ইহুদি বসতির কাছ থেকে ছুরির আঘাতের চিহ্ন থাকা এক সেনার লাশ উদ্ধার করা হয়েছে।’
পিবিএ/বাখ