পাঁচবিবিতে অতিরিক্ত বাসভাড়া আদায় রোধে অভিযান

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট): ঈদুল ফিতর উপলক্ষ্য ঢাকামূখী যাত্রীদের নিকট থেকে সরকার নির্ধারিত ভাড়া চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় রোধে জয়পুরহাটের পাঁচবিবিতে বাস কাউন্টার গুলোতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) দুপরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজের নির্দেশনায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন এ অভিযান পরিচালনা করেন।

এসময় জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যাযের শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

সহকার কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন উপস্থিত সাংবাদিকদের বলেন, অভিযানের সময় অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমান না পেলেও কাউন্টার গুলোতে ভাড়ার তালিকা টানানোর নির্দেশনা প্রদান করা হয়েছে । তবে পরবর্তীতে এমন অভিযোগ পেলে প্রমান সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরও পড়ুন...