পাঁচবিবিতে অসহায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মোঃ বাবুল হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবিতে ইসলামী ব্যাংক লিমিটেড বাগজানা এজেন্ট শাখায় গরীব অসহায় দুঃস্থদের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারী) বেলা ১১টায় বাগজানা বাসস্ট্যান্ড সংলগ্ন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বাগজানা এজেন্ট ব্যাংক শাখায় মেসার্স নাহিদ এন্টারপ্রাইজ এর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাহিদ এন্টারপ্রাইজ এর সত্ত্বাধিকারী তাইজুল ইসলাম, ইসলামী ব্যাংক পাঁচবিবি উপজেলা শাখার ম্যানেজার সামিউল ইসলাম, বাগজানা ইউপি চেয়ারম্যান মোঃ নাজমুল হক, ধরঞ্জী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন চৌধুরী, এবং ইসলামী এজেন্ট ব্যাংক এর ম্যানেজার মোঃ আব্দুল আওয়াল সর্দার(ছোটন), দৈনিক করতোয়ার সাংবাদিক দুলাল অধিকারী, সাখাওয়াত হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন...