পাঁচবিবিতে অসহায় মানুষের মাঝে এমপির ত্রাণ বিতরণ

মোঃ বাবুল হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট): প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে জয়পুরহাটের পাঁচবিবিতে ৩শ অসহায় মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষ্যে শনিবার ( ২৭ জুলাই) বেলা ১১টায় কোতোয়ালীবাগ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সোহরাব হোসেন মন্ডলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রনায় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল দুদু।

ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচীব ও আওয়ামীলীগ নেতা মাহমুদুল হাসানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডল, বাগজানা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউনুছ আলী মন্ডল, ধরঞ্জী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোমতাজুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সাইফুল ইসলাম সাবু, যুগ্ম আহ্বায়ক শাহারিয়ার রহমান শৈশব, বাগজানা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোঃ রাসেলসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

আরও পড়ুন...