মোঃ বাবুল হোসেন,পাঁচবিবি জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পৌরসভাধীন বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা।
বৃহস্পতিবার (১০ অক্টোবর )সন্ধ্যায় পৌরসভার ১৪টি পূজা মন্ডব পরিদর্শন শেষে পৌরসভার পক্ষ থেকে মন্দির কমিটির নিকট আর্থিক অনুদান বিতরণ করেন তিনি।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন, ২০ ব্যাটালিয়ন বিজির টহলরত প্লাটুন কমান্ডার নায়েক সুবেদার শাজাহান সরকার।
পরিদর্শন শেষে ইউএনও সাংবাদিকদের বলেন, উৎসবমুখর পরিবেশ হিন্দু ধর্মালম্বীদের দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা জোড়দারে সার্বক্ষনিক টহল অব্যাহত রেখেছেন। এ সময় মন্দির কমিটির সভাপতি সম্পাদকের নিকট উৎসব বিষয়ে সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।