পাঁচবিবিতে কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মোঃ বাবুল হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষ্যে উপজেলা কৃষকদলের আয়োজনে বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা উপজেলা কৃষকদলের আহবায়ক সাবেক ইউপি সদস্য রাহিদ হোসেন সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল আলম তরফদার রুকু, বিএনপি নেতা সাইফুল ইসলাম পিন্টু, উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম বাবু, পৌর কৃষকদলের আহবায়ক এটিএম ফরহাদ হোসেন মিঠন, সদস্য সচিব সানোয়ার হোসেন ও ছাত্রদলের উপজেলা আহবায়ক ফয়সাল মাহমুদ আপেল প্রমুখ।

সভার পূর্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। পরে জিয়াউর রহমানের ছবিতে মাল্যদান করেন নেতৃবৃন্দ। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন...