পিবিএ,পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবিতে ফরিদুল ইসলাম (৪৮) নামের এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (৬ই সেপ্টেম্বর) সকালে উপজেলার নন্দইল গ্রামের সবজি ক্ষেত থেকে তাকে উদ্ধার করে। মৃত ফরিদুল উপজেলার নন্দইল গ্রামের মৃত আফাজ উদ্দিন ওরফে আফালু মুন্সীর ছেলে ।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৩দিন আগে ফরিদুল নন্দইল গ্রামের বাড়ী থেকে বের উপজেলার দানেজপুর এলাকায় বাড়ীতে যায়। গতকাল শনিবার জয়পুরহাটে গরু বিক্রয়ের পর রাতে নন্দইল গ্রামের বাড়ীতে আবার ফিরে আসে। সকালে স্থানীয় কৃষক তার লাশ সবজি ক্ষেতে পরে থাকতে দেখে পুলিশে খরব দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের মর্গে প্রেরন করেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমানের নিকট জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পিবিএ/মোঃ বাবুল হোসেন/এসডি