মোঃ বাবুল হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট): জমকালো আয়োজনের মধ্য দিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষ্য বুধবার (১ জানুয়ারী) বিকেলে বিপ্লবী ডাঃ আব্দুল কাদের চৌধুরী ( পৌর) পার্কে হতে জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগাঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডলের সার্বিক ব্যবস্থাপনায় একটি বিশাল শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে পার্ক চত্তরে এক আলোচনা সভায় মিলিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পাঁচবিবি উপজেলা , পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মুরছালিন।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মন্ডল।
৭ নং কুসুম্বা ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক নুরুল্লাহ হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, মহিপুর কলেজের সাবেক ভি পি ও বালিঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, আটাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ নওশাদ আলী মন্ডল, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সামছুল হুদা দুলাল, বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক সাইদুর রহমান, যুবদল নেতা ইকবাল হোসেন, মহীপুর হাজী মহসিন সরকারী কলেজের সাবেক জিএস দেওয়ান মোহাম্মদ শাহাদৎ হোসেন সহ উপজেলা, ইউনিয়ন বিএনপির নেতা ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।