পাঁচবিবিতে জেল হত্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ বাবুল হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট): ৩ নভেম্বর ঐতিহাসিক জেল হত্যা দিবস উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে পাঁচবিবি পৌর ছাত্রলীগের আয়োজনে জেল হত্যা দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান রাজুর সভাপতিত্বে ডাঃ আব্দুল কাদের চৌধুরী পৌর পার্কে অনুষ্ঠিত হয়।

পৌর ছাত্রলীগের সহ-সভাপতি শাহেদ পারভেজ সৌরভের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বাইদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাবেব যুগ্ম ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান রনি, বাগজানা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, আটাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্বাস আলী সরকার, মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক লুৎফর রহমান চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম আকবর, সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব রিংকু, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সাগর, উপজেলা ছাত্রলীগের সভাপতি আকরাম হোসেন তালুকদার, ছাত্র নেতা মেহেদী হাসান, নিলয় সহ আরো অনেকে।

এর আগে পৌর পার্কে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা করেন।

আরও পড়ুন...