মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি(জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবিতে ডাঃ বয়েন সরকার ফাউন্ডেশন কর্তৃক ধরঞ্জী ইউনিয়নের গরীবদের মাঝে আর্থিক সহযোগিতা, শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, কৃতি শিক্ষার্থী ,বিভিন্ন সামাজিক কাজের স্বীকৃতি স্বরুপ সমাজ সেবকদের মাঝে শুভেচ্ছা স্বারক ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ বুধবার বৈকাল ৪ ঘটিকায় ফাউন্ডেশনের সভাপতি ও ধরঞ্জী ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফার সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ বয়েন সরকারের উত্তরাধিকারী এ্যাডঃ মাফিজুল সরকার, ধরঞ্জী ইউপি সচীব আব্দুল মুমিন, ধরঞ্জী উচ্চ বিদ্যাললেয় প্রধান শিক্ষক সফিকুল ইসলাম, হাটখোলা বিজিবি ক্যাম্পের কমান্ডার মোজাম্মেল হক প্রমূখ।
উল্লেখ্য যে. ফাউন্ডেশনের পক্ষ থেকে ইউনিয়নের অসহায় ৯জন দুঃস্থ পরিবারকে আর্থিক সহযোগিতা এবং শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে ধরঞ্জী উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা ও সাধারণ শিক্ষায় ৩জন কৃতি শিক্ষার্থী, করোনা মোকাবেলায় অবদান রাখায় ধরঞ্জী ইউনিয়ন কমিউনিটি পলিশিং কমিটির সদস্য সচীব মাহমুদুল হাসানকে শুভেচ্ছা স্বারক প্রদান করা হয়।
পিবিএ/মোঃ বাবুল হোসেন/এসডি