মোঃ বাবুল হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট): বঙ্গবন্ধুর সোনার দেশ,স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ”, এই স্লোগানকে সামনে রেখে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্পের অধীন পাট চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ জুন) দুপুরে পাঁচবিবি উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করেন উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর। প্রশিক্ষণ কর্মশালায সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা।
পাট উন্নয়ন কর্মকর্তা সামছুল আলমের সঞ্চালনায় এতে অতিথি ছিলেন,বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা নাজমুল হক ও পাট উন্নয়ন সহকারি কর্মকর্তা তরিকুল ইসলাম প্রমুখ।
উল্রেখ্য যে, ২টি ব্যাচে ৭৫ জন করে মোট ১৫০ জন পাট ও পাট বীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ গ্রহণ করেন ।