পাঁচবিবিতে বিএনপির নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ

মোঃ বাবুল হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবিতে শিখা ট্রাস্ট ফাউন্ডেশনের ইফতার আয়োজনস্থলে হামলা ও ভাংচুরের ঘটনাকে কেন্দ্র করে জেলা ছাত্রদলের সাবেক সাংগাঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল ও উপজেলা বিএনপির সভাপতিসহ বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।

রোববার (৩০ মার্চ) সন্ধ্যার পর মহিপুর কলেজ রোডের বিএনপি নেতা আসাদুজ্জামান লিটনের গদি ঘরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আটাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ নওশাদ আলী মন্ডল ও বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক সাইদুর রহমান।

সংবাদ সম্মেলনে তারা বলেন, গত শুক্রবার রাতে শিখা ট্রাস্ট ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিলের আয়োজনস্থলের প্যান্ডেল ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ঈর্ষান্বিত হয়ে সাবেক ফ্যাসিস্ট সরকারের দোসর সোহেল নামের জনৈক ব্যক্তি পাঁচবিবি থানায় বিএনপি’র সভাপতিসহ সাবেক জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জনপ্রিয় নেতা শামীম হোসেন মন্ডলসহ বিএনপি নেতাদের জড়িয়ে ষড়যন্ত্রমূলক মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করেন । উক্ত ঘটনার সাথে ছাত্র নেতা শামিম ও বিএনপি নেতার জড়িত নয়।

তারা বলেন, রাত পোহালে ঈদ সে কারণে উক্ত মামলা বিএনপি’র কোনো নেতাকর্মীকে যেন হয়রানি করা না হয়। প্রকৃত পক্ষে যারা জড়িত বা দোষী তাদের যেন আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।

এছাড়াও শিখা ট্রাস্টের কর্ণধার সাবেকুন্নাহার শিখা জয়পুরহাটে জুলাই আন্দোলনে করা একটি হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় আসামি। উক্ত মামলায় পতিত আওয়ামী লীগের অনেক নেতা জেলখানায় ও পলাতক থাকলেও শিখার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। এছাড়াও শিখার আয়ের উৎস নিয়ে প্রশ্ন রাখেন প্রশাসনের প্রতি।

এ বিষয়ে জয়পুরহাট জেলার পুলিশ সুপার আব্দুল ওয়াহাব মিঞা বলেন, ইফতার মাহফিল যেকোনো ব্যক্তি মুসলমানের উদ্দেশ্যে আয়োজন করতে পারেন, তবে তাহা ভাংচুর করা এবং বাধা দেওয়া কারোই কাম্য নয়,
এ বিষয়ে মামলা হয়েছে, তদন্ত প্রক্রিয়াধীন, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন...