পাঁচবিবিতে বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুুতি সভা অনুষ্ঠিত

মোঃ বাবুল হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট): শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে প্রস্তুুতি সভা সোমবার (২ ডিসেম্বর) সকাল ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

পাঁচবিবি উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুল হকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান, থানার অফিসার ইনচার্জ কাওসার আলী, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা জামাতের আমির ডঃ সুজাউল ইসলাম, আটাপুর ইউপি চেয়ারম্যান আ স ম সামছুল আরেফিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, তোফাজ্জল হোসেন, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আজাদ আলী, সম্পাদক আবু হাসান, শিক্ষক, সাংবাদিক আব্দুল হাই, বনিক সমিতির সভাপতি তাইজুল ইসলাম, উপস্থিত ছিলেন সরকারী বে-সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, এনজিও, ছাত্র ও ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ।

আরও পড়ুন...