পাঁচবিবিতে বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ গ্রেফতার-১

মোঃ বাবুল হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবিতে ৫০ পিস বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ এনামুল হোসেন (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫ সিপিসি-৩ এর সদস্যরা।

বুধবার (২৬ জুন) সকালে র‍্যাব- ৫ জয়পুরহাট ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ২৫ জুন রাতে উপজেলার সীমান্তবর্তী গোপালপুর নামক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

জয়পুরহাট র‍্যাব-৫ সিপিসি-৩ সূত্রে জানা যায়, মাদক চোরাচালান সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের উত্তর গোপালপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৫০ পিস বুপ্রেনরফিন উঞ্জেকশনসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‍্যাব।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী জয়পুরহাট সদর উপজেলার মাংনিপাড়া গ্রামের মোঃ ইসমাইল হোসেন এর পুত্র মোঃ এনামুল হোসেন (২৪)।

এসময় অপর মাদক ব্যবসায়ী, পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের উত্তর গোপলপুর গ্রামের মোঃ শামসুল এর পুত্র মোঃ মিঠুন বিল্লি (২৫) কৌশলে পালিয়ে যায়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী পাঁচবিবি থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন...