পাঁচবিবিতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ঘরবাড়ি ভস্মীভূত

মোঃ বাবুল হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবিতে ফ্রীজ থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে জয়নাল নামের এক কৃষককের ঘরবাড়ি ভস্মীভূত হয়েছে । এতে ঐ কৃষকের প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ।

বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার কুসুম্বা ইউনিয়নের দক্ষিণ ধুরইল চৌধুরীপাড়ায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার কুসুম্বা ইউনিয়নের দক্ষিণ ধুরইল গ্রামের জালালের পুত্র জয়নাল প্রতিদিনের ন্যায় মাঠে আলুর জমিতে কাজ করতে যায়। বেলা সাড়ে ১০ টার সময় জয়নালের স্ত্রী খাবার নিয়ে মাঠে যায়। এসময় ঘরে রাখা ফ্রিজ থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। দ্রুত সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়ীতে। মূহুর্তেই পুড়ে যায় ফ্রিজ, টিভি, মোটরসাইকেল, কাপড় চোপড় সহ ঘরের যাবতীয় আসবাবপত্র। এতে তার প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান।

এ বিষয়ে কুসুম্বা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোমেনা খাতুন বলেন, আগুন লাগার ঘটনাটি স্থানীয় ইউপি সদসস্যের মাধ্যমে জানতে পারি। এ ব্যাপারে উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে ।

আরও পড়ুন...