পাঁচবিবিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মোঃ বাবুল হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট): যথাযোগ্য মর্যাদায় জয়পুরহাটের পাঁচবিবিতে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় পাঁচবিবি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করে বিজয় দিবসের কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষে বিপ্লবী ডাঃ আব্দুল কাদের চৌধুরী (পৌর পার্ক) স্মৃতি সৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এরপর উপজেলা বিএনপি, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন ও শহীদদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা ও দোয়া করা হয়।

পরে অতিথিবৃন্দ বিজয় মেলা উপলক্ষে বিভিন্ন স্টল পরিদর্শন করেন। শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।

আরও পড়ুন...