পাঁচবিবিতে রাস্তার কার্পেটিং কাজের উদ্বোধন

মোঃ বাবুল হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার পাঁচমাথা হতে রেলওয়ে ষ্টেশন পর্যন্ত রাস্তা পাকাকরণ কাজ বন্ধ থাকার কারণে জনসাধারনের চলাচলে জনদূর্ভোগ সৃষ্টি হয়। দীর্ঘদিন পর পৌরসভা এলাকার গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৌরসভার পাঁচমাথা হতে রেলস্টেশন সড়কের ৫১০ মিটার রাস্তাটির কার্পেটিং কাজের শুভ উদ্বোধন করেন জেলা ছাত্রদলের সাবেক সংগঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল।

সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় ফিতা কেটে এ কাজের উদ্বোধন করেন তিনি।

এ সময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পাঁচবিবি পৌরসভার প্রকৌশলী মারুফ আহসান, বণিক সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী তাইজুল ইসলাম, কোষাধ্যক্ষ নাজিবুল্লাহ, পৌরসভার কার্য সহকারী মাহবুব আলম চৌধুরী, সার্ভেয়ার শাহাদুল ইসলাম, নকশাকার রায়হান কবীর, ঠিকাদারের প্রতিনিধি আব্দুল মান্নান মুন্না ও বিশিষ্ট ব্যবসায়ী বিএনপি নেতা আসাদুজ্জামান লিটনসহ আরও অনেকেই।

পৌরসভার প্রকৌশলী মোঃ মারুফ আহসান জানান, প্রায় ৬৭ লক্ষ টাকা ব্যায়ে পাঁচবিবি পৌরসভার গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়ন করছেন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মেহের উদ্দিন ট্রেডার্স।

আরও পড়ুন...