মোঃ বাবুল হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট): “নেই পাশে কেউ যার, সমাজ সেবা আছে তার” এই প্রতিপাদ্য বিষয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় সমাজসেবা বিবস- ২৫ উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা ১২টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়েন আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী সমাজ সেবা অফিসার রবিউল ইসলাম, ইউনিয়ন সমাজকর্মী তুহিনা আক্তার, শ্রী দেব দুলাল পাহান, আমিনুল ইসলাম প্রমুখ।
সমাজসেবা অফিস সূত্রে জানা যায়, উপজেলায় ১২ হাজার ৫৭৭জন বয়স্ক ভাতা, বিধবা ৪ হাজার ৭৪৭জন, প্রতিবন্ধি ৪ হাজার ৭৪৭জন, অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ভাতা ৫২জন, হিজরা ২৫ জন, প্রতিবন্ধি শিক্ষা উপবৃত্তি ৩০ জন, অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি ৩৩ জন ভাতাভোগীর সুবিধা ভোগ করেন।
পরে প্রধান উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান উপজেলার ১৪ জন কৃষক কৃষাণীর মাঝে ২ লক্ষ ১০ হাজার টাকা সুদমুক্ত ঋণ বিতরণ করেন।