পাঁচবিবিতে “সৎ ইচ্ছা ফাউন্ডেশনের” আত্মপ্রকাশ

মোঃ বাবুল হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট): ”সেবাই আমাদের মূলনীতি ” এই শ্লোগানকে ধারন করে জয়পুরহাটের পাঁচবিবিতে সৎ ইচ্ছা ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবক সংগঠনের আত্মপ্রকাশ করেছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১২টায় উপজেলার বীরনগর উচ্চ বিদ্যালয় সংলগ্ন ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয় এর উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী রাকিবুল হাসান হিরা।

অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ফাউন্ডেশনের পরিচালক নাজমুল হোসেন সোহাগ, সদস্য জাহিদুল ইসলাম আপেল, রাকিবুল ইসলাম, শরিফুল ইসলাম। উপস্থিত ছিলেন রাজু আহম্মেদ, আপেল মাহমুদ প্রমুখ।

ফান্ডেশনের পরিচালক নাজমুল হোসেন সোহাগ বলেন, স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষরোপন, দরিদ্র ছাত্র/ ছাত্রীদের আর্থিক সহযোগিতা, মাদক নির্মূল, বাল্য বিবাহ প্রতিরোধ সহ সমাজের অবহেলিত সুবিধা বঞ্চিত মানুষের কল্যানে এই ফাউন্ডেশন কাজ করবে ।

আরও পড়ুন...