হাকিম মন্ডল সভাপতি-এনামুল সম্পাদক নির্বাচিত

পাঁচবিবির বালিঘাটা সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত

মোঃ বাবুল হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট): বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জয়পুরহাটের ঐতিহ্যবাহী বালিঘাটা (পাঁচবিবি) বহুমুখী সমবায় সমিতি লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সোসাইটি মার্কেটের দ্বিতীয় তলায় বিরতিহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

এ নির্বাচনে ১২টি পদের মধ্যে সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্যসহ ৬টি পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন।

গণনা শেষে সন্ধ্যায় বালিঘাটা (পাঁচবিবি) বহুমুখী সমবায় সমিতি লিঃ নির্বাচন কমিটির সভাপতি বিধান কুমার সরকার চুড়ান্ত ফলাফল ঘোষণা করেন। এতে সহ-সভাপতি পদে এটিএম মোকারম আজিজ আনারস প্রতীকে ৮৬৭ ও সাধারণ সম্পাদক পদে এনামুল হক বাবু ছাতা প্রতীকে ৬৮২ ভোট পেয়ে নির্বাচিত হন। সদস্য পদে নির্বাচিত হন ১ নং এলাকার গোলাম রসুল, ৩ নং এলাকার এটিএম গোলাম সরোয়ার, ৪ নং এলাকায় উল্লাস কুমার হাজরা, ৬নং এলাকার আব্দুল মজিদ।

সভাপতি পদে আলহাজ্ব আব্দুল হাকিম মন্ডল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন, শ্রী জুয়েল, ফেরদৌস আলম, হাবিবুর রহমান সাবু, স্বপন আলী মন্ডল ও মোজাহার আলী মন্ডল।

উল্লেখ্য যে, প্রায় ১হাজার ৮ শ জন ভোটারের মধ্য ১২৮৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করেন।

আরও পড়ুন...