পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

মোঃ বাবুল হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবির ঐতিহ্যবাহী প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ জুন) বেলা ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম সাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উল্লাস কুমার হাজরার সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক সভাপতি অধ্যাপক সুনীল রায়, সাবেক সভাপতি অধ্যাপক আজাদ আলী, সহ-সভাপতি দুলা‌ল অধিকারী, সাবেক সম্পাদক সজল কুমার দাস, সদস্য ড.আজমল হোসেন, সুমন চৌধুরী, সাখাওয়াত হোসেন, শফিকুল আলম চৌধুরী বিপ্লব,আবু হাসান, বাবুল হোসেন, দেলোয়ার হোসেন ও দবিরুল ইসলাম প্রমুখ।

সভায় ২৩-২৪ অর্থবছরের মোট আয়-ব্যয়ের হিসাব পেশ, ক্লাবের দ্বি বার্ষিক নির্বাচনের কমিশন গঠনসহ বিবিধ বিষয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুন...